স্মৃতি
-রুম্পা হক
এক চিলতে ঝুল বারান্দা
সামনে চায়ের কাপ
আধখানি চাঁদ আকাশ জুড়ে
বাতাসে তোমার সুবাস।
মাতাল হয়ে ছিলে তুমি
কথার মায়ার জালে
আমিও তো ছাড় দেইনি
গল্প কবিতা আর গানে।
তোমার আমার প্রথম প্রেম
এভাবেই তো শুরু
টেলিফোনের দুপ্রান্তে বুক
করছিলো দুরু দুরু।
রাত জাগা পাখির মত
ছিলাম দুজন জেগে
কথার ঝড়ে বয়ে গেলাম
কি জানি কোন ঘাটে।
হাজার রাতের মাঝে ঐ
একটি রাতই স্মৃতি
সেই স্মৃতিটা আঁকড়ে ধরে
আজকে লিখি গিতি।