মুক্তি
-মারজাহান মলি
তোমার আজ মুক্তি দিলাম
আমার মনের খাঁচায় সযত্নে ছিলে
তোমায় আজ মুক্তি দিলাম…
এবার ওই নীল আকাশে উড়ে বেড়াও..
হঠাৎ খুব স্নিগ্ধ শীতল হাওয়া তোমার গা ছুঁয়ে গেলে
ভেবো আমি ছিলাম..
এক মুঠো জ্যোছনা তোমার ছুঁলে
ভেবো আমি ছিলাম
তোমায় আজ আমার এক তরফা ভালোবাসা থেকে
পুরোপুরি মুক্তি দিলাম।
আরও পড়ুন…
নৌকা ডুবি
কাঠগোলাপের ভালোবাসা