
বাংলাবাজার পত্রিকা
ঢাকা: বাংলাদেশে লায়ন ডিস্ট্রিক্টের প্রথম নারী প্রতিষ্ঠাতা গভর্নর হয়েছেন লায়ন খন্দকার সেলিমা রওশন। এরমধ্য দিয়ে দেশের লায়নিজমে একটি নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে।
এরআগে দেশে ৬টি ডিস্ট্রিক্ট ছিলো। তিনি ৭ম ডিস্ট্রিক্টের প্রতিষ্ঠাতা। লায়ন ক্লাব ইন্টারন্যাশলনাল ৩১৫ এ ৩ এর প্রতিষ্ঠাতা গভর্নর হয়েছেন লায়ন খন্দকার সেলিমা রওশন। বাংলাদেশে লিওদের কাছে তিনি ব্যাপক জনপ্রিয়। লিওদের যে কোন সমস্যায় তিনি সব সময় পাশে থাকেন।
উল্লেখ্য, এডভোকেট লায়ন খন্দকার সেলিমা রওশন কিংস স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান, বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের ভাইস চেয়ারম্যান, ও লায়ন্স ক্লাব অব ঢাকা বারিধারার প্রতিষ্ঠাতা।