রিয়াজুল হক
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ চ্যাম্পিয়ন। বাংলাদেশের প্রথম ৫০ রান বাদ দিলে পরের পুরো ইনিংসটাই ছিল শ্বাসরুদ্ধকর।
ধন্যবাদ অধিনায়ক আকবর আলী। অধিনায়কের মতই দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। আর ৯ রানের ইনিংস খেললেও কৃতিত্বের দাবিদার রাকিবুল।
কতটা মনোবল, সাহস এবং ধৈর্য থাকলে চ্যাম্পিয়ন হওয়া যায়, বাংলাদেশের যুবারা সেটা দেখিয়ে দিল। অন্যের মাটিতে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ চ্যাম্পিয়ন।
অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল। নিজের দেশকে চ্যাম্পিয়ন করার জন্য। আমাদের ক্রিকেটকে আরও একধাপ এগিয়ে নেয়ার জন্য।
আলোচনার কেন্দ্রবিন্দুতে যেয়ে সম্মান অর্জনের জন্য।
লেখক: উপ পরিচালক, বাংলাদেশ ব্যাংক।