ঈশ্বর চলে যায়
-সবুজ খান
এই রাজ্যের মানুষ ভালোবাসা খোঁজে না
এই রাজ্যের মানুষ প্রেম বোঝে না
এই রাজ্যের মানুষ শান্তি খোঁজে না
এই রাজ্যের মানুষ ‘ধর্ম’ বোঝে না
এই রাজ্যের মানুষ প্রেমিক খোঁজে না
এই রাজ্যের মানুষ বিপ্লব বোঝে না
এই রাজ্যের মানুষ প্রেমিকা খোঁজে না
এই রাজ্যের মানুষ সংগ্রাম বোঝে না
এই রাজ্যের মানুষ ‘মানুষ’ খোঁজে না
এই রাজ্যের মানুষ দর্শন বোঝে না
এই রাজ্যের মানুষ সমতা খোঁজে না
এই রাজ্যের মানুষ রাজনীতি বোঝে না
এই রাজ্যের মানুষ মানবতা খোঁজে না
এই রাজ্যের মানুষ সাহিত্য বোঝে না
এই রাজ্যের মানুষ অধিকার খোঁজে না
এই রাজ্যের মানুষ স্বাধীনতা বোঝে না
এই রাজ্যের মানুষ দুঃখ খোঁজে না
এই রাজ্যের মানুষ ক্ষুধা বোঝে না
এই রাজ্যের মানুষ লোডশেডিং খোঁজে না
এই রাজ্যের মানুষ জোস্না বোঝে না
এই রাজ্যের মানুষ একাকিত্ব খোঁজে না
এই রাজ্যের মানুষ নিজেকে বোঝে না
এই রাজ্যের মানষ নিস্তব্ধতা খোঁজে না
এই রাজ্যের মানুষ হৃদয় বোঝে না
এই রাজ্যের মানুষ ডাকপিয়ন খোঁজে না
এই রাজ্যের মানুষ ইতিহাস বোঝে না
এই রাজ্যের মানুষ ‘ঘর’ খোঁজে না
এই রাজ্যের মানুষ প্রার্থনা বোঝে না
এই রাজ্যের মানুষ মৃত্যু খোঁজে না
এই রাজ্যের মানুষ জীবন বোঝে না
এই রাজ্যের মানুষ শোক খোঁজে না
এই রাজ্যের মানুষ পরিতাপ বোঝে না
এই রাজ্যের মানুষ বিপ্লবী খোঁজে না
এই রাজ্যের মানুষ কবিতা বোঝে না
তাই রাজা যায় রাজা আসে
রাজ্যের পর রাজ্য ধ্বসে
আর নষ্ট রক্তে স্বার্থের ক্রন্দনে আসক্ত
ধূসর রাজ্যের বিশাক্ত প্রান্তর ছেড়ে
ঈশ্বর চলে যায় দূর থেকে বহুদূরে