বাংলাবাজার পত্রিকা
ঢাকা: রাজধানীর কমলাপুরের বীর শ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হচ্ছে মহিলা ফুটবল লীগ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
আগামী ২২ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে বসুন্ধরা কিংসের মোকাবেলা করবে বেগম আনোয়ারা স্পোর্টস ক্লাব।
বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। পরের দিন ২৩ ফেব্রুয়ারি কুমিল্লা ইউনাইটেডের মুখোমুখি হবে জামালপুর কাচারিপাড়া একাদশ।
ওই দিন অপর ম্যাচে স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট ফুটবল ক্লাবের বিপক্ষে লড়বে নাসরিন স্পোর্টস একাডেমি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত লীগে সাতটি ক্লাব অংশ নিচ্ছে। ক্লাবগুলো হল – বসুন্ধরা কিংস,
বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব, কুমিল্লা ইউনাইটেড, জামালপুর কাচারিপাড়া একাদশ,
স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট ফুটবল ক্লাব, এফইউ উত্তর বঙ্গ এবং নাসরিন স্পোর্টস একাডেমি।