বাংলাবাজার পত্রিকা
জামালপুর: জামালপুরের মেলান্দহ বাজার গণিশাহ মাজার এলাকায় র্যাবের অভিযানে আটক ১২ গাঁজাসেবীকে ৩ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে তাদের এ কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও তামিম আল ইয়ামীন।
সাজাপ্রাপ্তরা হলেন, পুড়ারচরের ফজল মিয়া (৩৮), আলমগীর হোসেন (৪০), বিল্লাল হোসেন (৪৮), জামালপুর সর্দারপাড়ার উজ্জল শেখ (৩৯),
নাগেরপাড়ার নবীনুর (৩৪), চাঁন মিয়া (৪৪), নাথপাড়ার সুজন দাস (৩২), দিঘলবাড়ির সেলিম (৪৬),
কাজিরপাড়ার জুয়েল (৪৪), কামদেববাড়ির হাবিজুর (৪৩), কাঙ্গালকুর্শার লালু শেখ (৪৫) ও সরুলিয়ার আহাম্মদ আলী (৫০)।
র্যাব-১৪ সূত্রে জানা গেছে, ২৪ ফেব্রুয়ারি দুপুরে র্যাবের কোম্পানি কমান্ডার (এসপি) তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে মেলান্দহ বাজার গণিশাহ মাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়।
অভিযানে প্রায় আধা কেজি গাঁজা ও গাঁজাসেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃতদের প্রত্যেককে ৩দিনের সশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও তামিম আল ইয়ামীন।
আটককৃতদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।