বাংলাবাজার পত্রিকা
জামালপুর: কামালপুর স্থলবন্দর উন্নয়ন প্রকল্পে অধিগ্রহনকৃত ভূমির ন্যায্যমূল্য ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগি ভূমি মালিক, ব্যবসায়ী ও এলাকাবাসী।
জামালপুরের বকসীগঞ্জের কামালপুর স্থলবন্দর সড়কে রোববার দুপুরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, আমদানি ও রুপ্তানীকারক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মোকাদ্দেস রিপন,
ব্যবসায়ী শফিকুল ইসলাম, গোলাম মোস্তফা, ভুমি মালিক বকুল মিয়া, আবু বক্কর, আব্দুল মোতালেব, ফারুক হোসেন, সৈকত হোসেন, গোলাম মওলা ও নাদের হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, কামালপুর স্থলবন্দর উন্নয়ন প্রকল্পে ১৫ একর ৮০ শতাংশ জমি অধিগ্রহন করেছে।
অধিগ্রহনে প্রত্যাশী সংস্থা ও ভূমি অধিগ্রহনের কর্মকর্তারা ভূমি মালিকদের সাথে যৌথ জরিপ ও আলোচনা ছাড়াই
অধিগ্রহনকৃত ভূমির মূল্য শতাংশ প্রতি ১১ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করেছেন যা আমাদের হতাশ করেছে।
এছাড়াও জমির পরিমাপ, মালিকানা, ঘর-বাড়ির ক্ষতিপূরণ ও গাছপালা অন্যজনের নামে লিপিবদ্ধ আছে।
জমির বর্তমান মূল্য, ক্ষতিপূরণ ও পুণরবাসনের কথা থাকলেও তা করা হয়নি। জমির বর্তমান মূল্য,
ক্ষতিপূরণ ও পুণরবাসনের দাবি জানিয়েছে ভূমি মালিকরা। মানববন্ধন শেষে ক্ষতিগ্রস্ত ভূমি মালিক, ব্যবসায়ী ও এলাকাবাসী মিলে একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।