ম্যাক্সিম-১
-মো. মাহিন সরকার
কালো মেয়ে-
চোখে প্রয়োজন নেই কাজলের
আমার সারা গায়েই কাজল লেগে আছে।
কষ্ট-
মুখে ভালো আছি বলা মানেই ভালো থাকা নয়,
কিছু মানুষ ভালো নেই, তবু করে ভালো থাকার অভিনয়।
সুখী মানুষ-
আমার গায়ের ছেঁড়া কাপড়, ঘরের অভাবটুকুই শুধু দেখছেন সাহেব?
অথচ আপনারা নন, আমরাই সুখী।
কান্না-
বৃষ্টির অপেক্ষায় এমন আতপে বসে আছো মেয়ে!
আমার বিছানার বালিশের কাছে যেও
সে তোমাকে ভয়ানক বৃষ্টির কথা শোনাবে।
পরিবর্তন-
এতকাল যার চোখে দেখেছি জোছনার আলো,
সে হঠাৎ আলো ছেড়ে আঁধার হয়ে গেলো।