অপারগতা
– জাকিরুল ইসলাম জুয়েল
তোমাকে যতবার ই ভুলতে চেয়েছি
থমকে গেছে হৃদপিণ্ডের স্পন্দন,
সময় ঘড়ির কাঁটা থমকে গিয়ে
ততবার ই জানিয়ে দিয়েছে তার অপারগতা।
তোমাকে যতবার ই মুছতে চেয়েছি
স্মৃতিপটে নতুন একটা তুমি আঁকা হয়েছে ততবার ই,
রংতুলিরা চিৎকার করে জানিয়ে দিয়েছে
তোমাকে মুছে ফেলার অপারগতার কথা।
তোমাকে যতবার ই ভুলতে চেয়েছি
ততবার ই মনে পড়েছে পুরোনো কোনো স্মৃতি,
হৃদয়পটে ততবার ই ভেসে উঠেছে
আমাদের প্রার্থনার ছোট্ট একটা কুঁড়েঘর।
তোমাকে ভুলতে না পারার এই তীব্র ব্যথা নিয়ে যখন আমি শোকাহত,
নিজের অপারগতা নিয়ে যখন আমি বিব্রত,
ঠিক তখন ই হঠাৎ মনে হলো
সত্যিই কি তোমাকে ভুলতে চেয়েছি ?
নাকি ভুলে থাকবার ঠুনকো অযুহাতে
তোমাকে মনে করেছি বারেবারে !
ভুলতে না পারার এই নিষ্ঠুর ব্যাপারাটা
আমার কাছে পরশপাথরের মতো,
জানি সেটার অস্তিত্ব নেই
তবু তার ই ছোঁয়া পেতে ব্যাকুল থাকি সবসময়।
তোমাকে লুকোতে না পারার এই অভিশাপটা
চিরদিন বয়ে বেড়াতে চাই,
কারণ ভুলতে গেলেই মনে পড়ে যায়
আমার একটা তুমি ছিলো।