নিস্তরণ
-হাবিবা লাবনী
ফসলী হাওয়া! তোমার ঐ মাতাল আবেশে
আমায় জড়িয়োনা আর।
জলের আওয়াজ! তোমার ঐ মধুর কলতানে
আমায় মুখরিত করোনা আর।
লু-হাওয়া! তোমার ঐ ঊষ্ণ পরশে
আমায় আনমনা করোনা আর।
রঞ্জিত আকাশ! তোমার ঐ রংধনু রঙে
আমায় রাঙিও না আর।
রঙ্গিলা নাও! তোমার ঐ রঙের পালে
আমায় উড়াইয়ো না আর।
হর্ষ-ধ্বনি! তোমার ঐ আনন্দ বানে
আমায় নির্মল করোনা আর।
মাটির গন্ধ! তোমার ঐ মেঠো স্বাদে
আমায় মত্ত করোনা আর।
নদ লহরী! তোমার ঐ অবিরত তরঙ্গে
আমায় ভাসিয়ো না আর।
ষোড়শী আমি আজ পড়ন্ত যৌবনা;
ফেলে এসেছি কত প্রেম অর্চনা।
অনুতাপ নাই কভু, নাই খেদ, নাই দুঃখ;।
বিজয় মাল্য সদা ধারণ করেছে বক্ষ।
আজ কেন হায় তবে এত নিরুপায়;
তোমারি সমিপে যেন প্রাণ যায় যায়।
ভিন্ন হতে তোমার থেকে আর পারিনা;
কোন্ শাপে জড়িয়েছি শুধুই তাড়না।
যাতনা ভরা এই বন্দীত্ব ঘুচাতে যে চাই;
মুক্তি দাও আমায় মুক্তি আমি চাই।