বাংলাবাজার পত্রিকা
উইলমিংটন: করোনার বিরুদ্ধে লড়াইয়ে দ্রুত সহযোগিতা না করলে আরো মানুষের মৃত্যু হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেন।
হোয়াইট হাউসের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার বিষয়ে সহযোগিতার ক্ষেত্রে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের অস্বীকৃতির ব্যাপারে হতাশা ব্যক্ত করে তিনি এ মন্তব্য করেন।
একইসঙ্গে স্বাভাবিক ক্ষমতা হস্তান্তরে ট্রাম্পের অস্বীকৃতির কারণে বড় ধরনের হুমকি সৃষ্টি করছে কিনা জানতে চাইলে বাইডেন উইলমিংটনে সাংবাদিকদের বলেন, যত দ্রুত সম্ভব আমেরিকার নাগরিকদের কাছে করোনাভাইরাসের ভ্যাকসিন বিতরণের মতো বিভিন্ন বিষয় আমরা সমন্বয় করতে না পারলে আরো মানুষের প্রাণহানি ঘটতে পারে।
বাইডেন বলেন, ওই পরিকল্পনা শুরু করতে আমাদের ২০ জানুয়ারি (অভিষেক দিন) পর্যন্ত অপেক্ষা করতে হলে সেটি করতে আমাদের এক থেকে দেড় মাস সময় লেগে যেতে পারে।
সুতরাং এক্ষেত্রে এখনই কাজের সমন্বয় করা জরুরি যাতে দ্রুত আমরা ওই পরিকল্পনার কাজ শেষ করে ফেলতে পারি।