বাংলাবাজার পত্রিকা
সিরাজদিখান (মুন্সীগঞ্জ): সিরাজদিখানের বালুচর বাজার বণিক সমিতির নির্বাচন বৃহস্পতিবার বালুচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো. আমির হোসেন আনারস প্রতীকে ৩৫৮ ভোট পেয়ে সভাপতি ও উজ্জ্বল হাসান সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীকে ৩৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে মাছ প্রতীকে মো. এখলাছ ২৭০ ভোট ও মো. আক্তার হোসেন শেখ চাকা প্রতীকে ২৮৯ ভোট এবং অর্থ সম্পাদক পদে কলস প্রতীকে ৩০৬ ভোট পেয়ে জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে মো. আমির হোসেনের নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মুজিবর রহমান মুন্সি ছাতা প্রতীকে পেয়েছেন ২২৯ ভোট ও সাধারণ সম্পাদক পদে মো. উজ্জ্বল হাসানের নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. লিটন সরকার মোরগ প্রতীকে পেয়েছেন ১৯৫ ভোট।
মোট ৬৫৬ জন ভোটারের মধ্যে মহিলা ভোটার ৯ জন। ভোট দিয়েছেন ৫৯৬ জন। সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয় এবং বিকাল ৪টায় শেষ হয়। শান্তিপূর্ণ ভাবে বালুচর উচ্চ বিদ্যালয়ে ৪ টি বুথে ভোট গ্রহণ সম্পন্ন হয়। বিকাল ৫ টায় ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেন।
এ সময় থানা তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আজিজুল হকের নেতৃত্বে পর্যাপ্ত পুলিশ-আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।