
বাংলাবাজার পত্রিকা
ঢাকা: বিয়ে করে জীবনের নতুন ইনিংস শুরু করলেন নাট্য নির্মাতা মেহেদী বিন আশরাফ। কনে মেহরীন ইসলাম।
শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের একটি কমিউনিটি সেন্টারে মেহেদী ও মেহরীনের বিবাহোত্তর সম্বর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে নাট্যকার, নির্মাতা, শিল্পী-কলাকুশলীরা সহ বর কনের স্বজনরা উপস্থিত থেকে উভয়ের প্রতি শুভকামনা জানান।
প্রসঙ্গত, মেহেদী বিন আশরাফ মিডিয়ায় তার ক্যারিয়ার শুরু করেন নাটক লেখা ও অভিনয়ের মাধ্যমে। পরবর্তীতে তিনি নাটক পরিচালনায় আসেন।
২০১৩ সালে তার নির্মিত প্রথম ধারাবাহিক নাটকটির নাম ছিল “মাতাল হাওয়া”। এরপর বেশ কিছু নাটক নির্মাণ করেছেন তিনি।
তার অন্যতম একটি উল্লেখযোগ্য কাজ ছিল ২০১৭ সালে কনা রেজার গল্পে তার চিত্রনাট্য ও পরিচালনায় দুই বাংলার অভিনয় শিল্পীদের নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক “প্রজাপতি প্রেম”।