শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশায় ঢেকে আছে নওগাঁ

তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশায় ঢেকে আছে নওগাঁ

হেমন্তের শেষ দিকে এসে উত্তরের জেলা নওগাঁয় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৬টায় নওগাঁয় ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে সোমবার জেলায় সর্বনিম্ন ১২ দশমিক৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর শীতের প্রকোপ একটু বেশি থাকছে। ঘন কুয়াশায় মানুষের চলাচলে বেশ বেগ পেতে হচ্ছে। সেই সঙ্গে হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে কয়েকগুণ। সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো ধীরে চলাচল করছে। রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারপাশ। সোমবার থেকে জেলায় দেখা মেলেনি সূর্যের।

এ দিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে ছিন্নমূল মানুষ ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়ছে।

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আকাশে মেঘ থাকায় ঘন কুয়াশার দেখা মিলেছে। তবে দিনের বেলায় কিছু বৃষ্টি হওয়ায় ঠান্ডা বেশি মনে হচ্ছে। তবে বৃষ্টির ভাব কেটে গেলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

এ ছাড়াও উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়ার জন্য শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে বলেও জানান তিনি।

সম্পাদক : জোবায়ের আহমেদ নবীন