শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

গাঁজা গাছসহ বাবা ছেলেকে আটক

গাঁজা গাছসহ বাবা ছেলেকে আটক

সাভারে গাঁজা চাষ করার অভিযোগে বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া থেকে গাঁজার গাছসহ বাবা ছেলেকে আটক করে পুলিশ।

আটক বাবার নাম মঞ্জুরুল আলম ঠান্ডু ও ছেলে ফজল্লে রাব্বি। পুলিশ জানায়, আটক বাবা ছেলে দীর্ঘদিন ধরে গোপনে নিজ বাড়ির গোয়াল ঘরের পিছনে গোপনে গাঁজা চাষ ও রাত্রিকালে গাঁজা গাছের পরিচর্যা করছে। পরে গোপন সংবাদের ভিত্তিত্বে সেখানে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এসময় বেশ কয়েকটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ষাট হাজার টাকা।

এবিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। আমরা মাদক নির্মূলে চেষ্টা করে যাচ্ছি।  তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়। আটককৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদক : জোবায়ের আহমেদ নবীন