সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশও যে পারে, মেট্রোরেলের স্বপ্নকে বাস্তবে পরিণত করে সেটা করে দেখিয়েছে শেখ হাসিনার সরকার।
তার ভাষায়, ‘মেট্রোরেল করে শেখ হাসিনা আবার প্রমাণ করে দিয়েছেন, ‘ইয়েস উই ক্যান’। ‘কেন আমরা পারব না? আমরা বীরের জাতি। আমরা চোরের জাতি নই।’ বুধবার সকালে উত্তরার দিয়াবাড়ি স্কুলের মাঠে এক সুধী সমাবেশে দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি টিকেট কেটে যাত্রী হয়ে মেট্রো ট্রেনে চড়ে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও যান।
দিয়াবাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিকের সঞ্চালনায় জাপানের নতুন রাষ্ট্রদূত কিমিনোরি ইওয়ামা, জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরীও অনুষ্ঠানে বক্তব্য দেন।
ওবায়দুল কাদের তার বক্তৃতায় পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগের বহুল আলোচিত প্রসঙ্গ আবার তুলে ধরেন।
তিনি বলেন, ‘মানুষ বলে নিজের টাকায় পদ্মা সেতু তৈরি করে শেখের বেটি বিশ্বব্যাংকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে- শেখের বেটি দেখিয়েছে, আমরাও পারি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের উন্নয়নে কতটা প্রতিজ্ঞাবদ্ধ, তার উদাহরণ দিতে গিয়ে কাদের বলেন, ‘গুলশানে মর্মান্তিক হত্যাযজ্ঞের ঘটনার রাতে নেত্রী জেগে আছেন। অনেক রাতে আমি ফোন করে বলি ‘নেত্রী, আপনি তো জেগে আছেন,
আগামীকাল সকালে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ সড়ক ফোর লেনের আপগ্রেডেশন উদ্বোধন। ‘নেত্রী বললেন, প্রোগ্রাম চলবে। ওই অবস্থায় সারারাত জেগেও পরের দিন প্রকল্প দুটির উদ্বোধন কাজ সমাপ্ত করেছিলেন।’
পদ্মা সেতুর প্রথম স্প্যান পিয়ারের ওপর ওঠানোর দিনের কথা স্মরণ করে বলেন, ‘সবাই বলছিলেন প্রথম স্প্যানটি শেখ হাসিনার উদ্বোধন করা অত্যাবশ্যক। এরপর আমি নেত্রীকে বলেছিলাম, আপনি প্রথম স্প্যানটা ১০-১৫ দিন পরে উদ্বোধন করবেন, এটাই আমরা আশা করছি।’
এরপর মঞ্চে উপস্থিত শেখ হাসিনাকে উদ্দেশ করে সেতুমন্ত্রী বলেন, ‘আপনি এই দেশ এবং দেশের উন্নয়নকে কত ভালোবাসেন, তখন আপনি বলেছিলেন, ‘আমার জন্য পদ্মা সেতুর কোনো কাজ এক সেকেন্ডও যেন বসে থাকতে না হয়।’ সে কথা আমার বারবার মনে পড়ছে।’
টানা তৃতীয়বারের মতো ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া ওবায়দুল কাদের বলেন, দেশের উন্নয়নের কৃতিত্ব বর্তমান সরকারের। ‘সবই তো আমরাই করছি। শত সেতু এক দিনে উদ্বোধন। দেখেছেন কোথাও? গুগলেও নেই।’
বর্তমান সরকারের সময়ই দেশে উন্নত বিশ্বের উন্নয়ন এসেছে দাবি করে তিনি বলেন, ‘ঢাকায় মেট্রোরেল দেশে প্রথম, চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে বঙ্গবন্ধু টানেল প্রথম, ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে আসছে বছর উদ্বোধন দেশে প্রথম, ঢাকা থেকে গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট এটাও প্রথম।’