শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

সাভারে বাস-এ্যাম্বুলেন্স সংঘর্ষে ৪ যাত্রী নিহতের ঘটনায় গ্রেফতার ২

সাভারে বাস-এ্যাম্বুলেন্স সংঘর্ষে ৪ যাত্রী নিহতের ঘটনায় গ্রেফতার ২

সাভারে যাত্রবাহী বাসের ধাক্কায় এ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ৪ জন নিহত হওয়ার ঘটনায় এ্যাম্বুলেন্সের চালক ও অপর এক বাস চালকসহ দুই জনকে আজ শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ।

সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে দুর্ঘটনা কবলিত এ্যাম্বুলেন্স ও দুটি বাস ঢাকা-আরিচা মহাসড়কে বেপরওয়া গতিতে প্রতিযোগিতা করে চালাচ্ছিল। প্রাথমিকভাবে আটক চালকদ্বয় বেপরওয়াগতির কারণে দুঘর্টনার কথা স্বীকার করেছে। শনিবার আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে পাঠিয়েছে। 

সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম জানান, গ্রেপ্তারকৃত দু’জন হলেন এ্যাম্বুলেন্স চালক জাহিদ হাসান ও শ্যামলী পরিবহনের চালক জহিরুল ইসলাম। তিনি আরও জানান, অপর বাস ঝুমুর পরিবহনের চালককে আটক করতে অভিযান অব্যাহত আছে। সিসিটিভির ফুটেজে দেখা গেছে নবীনগর থেকে ঘটনাস্থল ফুলবাড়িয়া পর্যন্ত এ্যাম্বুলেন্স, শ্যামলী পরিবহন ও ঝুমুর পরিবহনের বাস দুটি কখনও আগে আবার কখনও পেছনে প্রতিযোগিতা করে চালাচ্ছিল।

একপর্যায়ে রাত পৌনে দু’টারদিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়ার পুলিশ টাউনের সামনে চলন্ত এ্যাম্বুলেন্সকে পেছন থেকে প্রায় একই সময়ে ধাক্কা দেয় ছাগল ও যাত্রীবাহী বাস দুটি। এসময় এ্যাম্বুলেন্সটি আইল্যান্ডে ওঠে যায় এবং তিনটি গাড়িই আগুনে পুড়ে যায়। এ্যাম্বুলেন্সে থাকা টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার বাসিন্দা একই পরিবারের চার ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

এঘটনায় পুলিশ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামী করে সাভার হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে ২ জন আসামী আটক করে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠান।


সম্পাদক : জোবায়ের আহমেদ নবীন