মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম মেসির সফরে বিশৃঙ্খলার জের ধরে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ বাংলাবাজার পত্রিকা.কম 'মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না' বাংলাবাজার পত্রিকা.কম স্বাধীনতাবিরোধীরা সাধারণ ক্ষমার সম্মান দিতে জানেনি: এ্যানি বাংলাবাজার পত্রিকা.কম রিমান্ড শুনানিতে মোটরসাইকেলের মালিকানা নিয়ে নতুন তথ্য দিলেন কবির বাংলাবাজার পত্রিকা.কম রেকর্ড দামে মুস্তাফিজ দল পেলেও অবিক্রীত তাসকিন বাংলাবাজার পত্রিকা.কম রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ বাংলাবাজার পত্রিকা.কম 'যারা ভোট বাক্স ডাকাতি করবে তারা মানুষের স্বাধীনতা হরণকারী' বাংলাবাজার পত্রিকা.কম পরিবেশ এবং নারী উন্নয়ন গবেষণায় পুরস্কার পেলেন পারভেজ বাবুল বাংলাবাজার পত্রিকা.কম নতুন মুক্তিযোদ্ধা ৮৪, মুক্তিযুদ্ধের সহযোগী তালিকায় ২৮ জনের নাম বাংলাবাজার পত্রিকা.কম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা আঁকা নিয়ে তোলপাড়

যেভাবে খোঁজ মিললো নিখোঁজ কিশোরী সুবার

যেভাবে খোঁজ মিললো নিখোঁজ কিশোরী সুবার

ষষ্ঠ শ্রেণির ছাত্রী আরাবি ইসলাম সুবা (১১)। টিকটকে পরিচয় হয় মমিন (২২) নামের এক তরুণের সঙ্গে। মমিন পেশায় একজন কাপড়ের দোকানের শ্রমিক। রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তার সঙ্গে পলায় সুবা। এ পলায়নের সিসিটিভির একটি ফুটেজকে ঘিরে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। পুরো ঘটনাটিকে ‘অপরহরণ’ দাবি করে মেয়েটির পরিবার।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নওগাঁ শহরের আরজী নওগাঁ মহল্লার একটি বাসায় র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে সুবাকে উদ্ধার করা হয়। এর আগে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে পালিয়ে যায় সে। পুলিশের দাবি, মমিনের সঙ্গে প্রেমঘটিত সম্পর্ক ছিল সুবার।

এসব তথ্য নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, বরিশালের বাকেরগঞ্জ এলাকার একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে সুবা। সেখানে মমিন (২২) নামের এক তরুণের সঙ্গে টিকটকে তার পরিচয় হয়। সেখান থেকেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মমিন ঢাকার গুলিস্তানে একটি কাপড়ের দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

সম্প্রতি মায়ের অসুস্থতাজনিত কারণে সুবা ঢাকায় এলে তার সঙ্গে দেখা করেন মমিন। পরে রোববার (২ ফেব্রুয়ারি) তারা রাতে একটি বাসে নওগাঁর পথে রওয়ানা হয়। পরদিন ভোর ৬টায় তারা নওগাঁয় পৌঁছায়।

ওসি আরও জানান, নওগাঁয় আসার পর মোমিনের পারিবারিক অবস্থার বিষয়ে জানতে পারে সুবা। সে জানতে পারে, মমিনের বাবা একটি মুরগির খামারের নৈশপ্রহরী। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই প্রেমিক মোমিনের বাড়ি শহরের আরজী নওগাঁ মহল্লায় তারা দুজনে অবস্থান করছিল। তথ্য প্রযুক্তির সহায়তার বুধবার বেলা ১১টায় তাদের অবস্থান নিশ্চিত হওয়া যায়। এ অবস্থায় সুবাকে সেখান থেকে নিয়ে সটকে পড়েন মমিন।

পরে মমিনের পরিবারকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। একপর্যায়ে মমিনের এক প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার করা হয় সুবাকে। তবে মমিন পলাতক থাকায় তাকে আটক করা যায়নি।

সুবাকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া কী হবে, জানতে চাইলে ওসি নূরে আলম বলেন, সুবাকে উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে নওগাঁ থেকে র‌্যাব নিজ হেফাজতে নিয়ে গেছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়ায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদক : অপূর্ব আহমেদ