রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম

সুপ্রিম কোর্টেও ম্যুরাল ভাঙ্গার শঙ্কায় কয়েক স্তরের নিরাপত্তা

সুপ্রিম কোর্টেও ম্যুরাল ভাঙ্গার শঙ্কায় কয়েক স্তরের নিরাপত্তা

দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও সহিংসতার ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সেখানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

হাইকোর্ট এলাকায় একটি মুরাল ভাঙার আশঙ্কার তথ্যের ভিত্তিতে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই গোয়েন্দা নজরদারি বাড়িয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দেখা যায়, আদালতের প্রত্যেকটি প্রবেশ মুখে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর এপিসিসহ অন্যান্য সরঞ্জাম। খুব জরুরি প্রয়োজন ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না কাউকে। চলমান রয়েছে তল্লাশি কার্যক্রমও।

সম্পাদক : অপূর্ব আহমেদ