ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে স্মোক সোয়েটারের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন থানা তেলিপাড়া এলাকা অবরোধ করেন শ্রমিকরা।
গাজীপুর ট্রাফিক পুলিশের অতিরিক্ত উপ-সহকারী পুলিশ কমিশনার অশোক কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ফারুক হোসেন বলেন, শ্রমিকরা ঈদুল ফিতরের বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। এতে ওই সড়কের যান চলাচল বন্ধ আছে।
কর্তৃপক্ষ দাবি মেনে না নেওয়ায় প্রথমে আজ শুক্রবার সকাল থেকে কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন তারা। একপর্যায়ে তেলিপাড়া এলাকায় অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকরা জানান, ঈদ বোনাস বৃদ্ধিসহ ওভারটাইম, মাতৃত্বকালীন বিল, টিফিন বিল, বাৎসরিক ছুটি দেওয়াসহ ১৪ দফা দাবিতে তারা সকাল থেকে বিক্ষোভ করছেন।
গাজীপুর মহানগরীর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আহমেদ বলেন, তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।