রবিবার, ১৬ মার্চ, ২০২৫

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো আবহাওয়া অধিদপ্তর

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো আবহাওয়া অধিদপ্তর

পবিত্র রমজান মাস শেষে শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ভর করছে চাঁদ দেখার উপর। আগামী ৩০ মার্চ রাজধানীর বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা, যেখানে ঈদুল ফিতরের তারিখ চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩০ মার্চ সন্ধ্যা ৬টা ৩২ মিনিট থেকে ৭টা ২০ মিনিট পর্যন্ত চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। যদি রমজান মাস ২৯ দিনে শেষ হয়, তবে ঈদুল ফিতর হবে ৩১ মার্চ (সোমবার)। তবে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হলে ঈদ হবে ১ এপ্রিল (মঙ্গলবার)।

আবহাওয়া অধিদপ্তরের পরিমাপ অনুযায়ী, ৩০ মার্চ চাঁদের বয়স দেড় দিন হবে এবং খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা বেশি। ইসলামি শরিয়াহ অনুযায়ী, চাঁদ দেখার শর্ত পূর্ণ হলে ৩১ মার্চ ঈদুল ফিতর হতে পারে।

সম্পাদক : অপূর্ব আহমেদ