নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের টয়লেট থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ মার্চ) দুপুরে টয়লেটের পাইপ থেকে মরদেহটি উদ্ধার করা হয় হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন আক্তার তিথী জানান, সকালে ইমার্জেন্সিতে রোগীদের টয়লেট ব্লক হয়ে গেছে এমন খবর জানতে পেরে পাশে নির্মাণাধীন আরেকটি টয়লেটের পাইপ দিয়ে মেরামত করতে গেলে স্টাফরা নবজাতকের মরদেহটি পাইপের ভেতর দেখতে পান। মরদেহটি হাসপাতালের ভেতর থেকে না বাইরে থেকে কেউ ফেলে গেছে তা এখনো নিশ্চিত নই। পুলিশকে জানালে তারা এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।