সাভারের কেপিজে হাসপাতালে হার্টে রিং পরানোর পর পরবর্তী চিকিৎসার জন্য তামিম ইকবালকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। তার পরিবার সিদ্ধান্ত নিয়েছে, ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে সাবেক অধিনায়ককে।
মঙ্গলবার সন্ধ্যায় তামিমকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হবে বলে পরিবারের সূত্রে জানানো হয়েছে।
তামিমের শারীরিক অবস্থার তেমন কোনো জটিলতা নেই। কেপিজে হাসপাতালে তার চিকিৎসা ঠিকঠাক চলছিল, তবে আরও উন্নত সুযোগ-সুবিধার জন্য এবং ঢাকায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্ত্রোপচারের পরবর্তী ২৪ ঘণ্টায় তার প্রাথমিক ঝুঁকি খুব কম। চিকিৎসকরা ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার কথা বললেও, তামিমের অবস্থায় বর্তমানে তেমন কোনো বড় বিপদ নেই।
তামিমকে দেখতে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর হাসপাতাল পরিবর্তনের বিষয়টি নিয়ে পরামর্শ দেন এবং তখন বলা হয়েছিল যে, এখনই হাসপাতাল পরিবর্তন না করাই ভালো। তবে পরিবারের অনুরোধে কেপিজে হাসপাতালে একটি মেডিকেল বোর্ড বসে এবং তারা সিদ্ধান্ত নেয় যে, হাসপাতাল বদলে নেয়ার ক্ষেত্রে এখনই কোনো ঝুঁকি নেই। তামিমও চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেন।
সোমবার বিকেলে বিকেএসপিতে হার্ট অ্যাটাক হওয়ার পর মোহামেডান ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিমের দ্রুত সিপিআর এবং হাসপাতালের চিকিৎসকদের কার্যকরী তৎপরতায় তামিমের হার্টে রিং পরানো হয়। এরপর তিনি কিছুটা সুস্থ হয়ে ওঠেন, রাতের খাবারও খেয়েছেন এবং ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলেছেন।
মঙ্গলবার সকালে তার অবস্থার আরও উন্নতি হয় এবং অল্প অল্প করে হাঁটাচলা শুরু করেন। এই ধারাবাহিক উন্নতির পর হাসপাতাল পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এভারকেয়ার হাসপাতালে তাকে বেশ কয়েকদিন থাকতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।