বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

যাত্রাবাড়ী-সায়েদাবাদে আজও ঘরমুখো মানুষের ভিড়

যাত্রাবাড়ী-সায়েদাবাদে আজও ঘরমুখো মানুষের ভিড়

ঈদুল ফিতরের পরের দিন রাজধানীর যাত্রাবাড়ী ও সায়েদাবাদ বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের ভিড় দেখা গেছে। ভিড় তুলনামূলক বেশি রয়েছে যাত্রাবাড়ী চৌরাস্তায়।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত যারা ঈদে বাড়ি যেতে পারেননি, নানান জরুরি প্রয়োজনে ঢাকায় থেকে যেতে হয়েছে, কিংবা ঈদের আগে যারা ছুটি পাননি, তারা আজ বাড়ি যাচ্ছেন। যারা ঈদের ছুটিতে ঢাকার বাইরে আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যেতে চান, আজ যাত্রীর তালিকায় তারাও রয়েছেন।

তবে ঈদের আগে বাড়ি যাওয়া যাত্রীরা এখনো ঢাকায় ফিরতে শুরু করেননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঈদুল ফিতরের পরের দিন রাজধানীর যাত্রাবাড়ী ও সায়েদাবাদ বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের ভিড় দেখা গেছে। ভিড় তুলনামূলক বেশি রয়েছে যাত্রাবাড়ী চৌরাস্তায়

মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের দিনও যাত্রী ছিল। তবে আজ যাত্রী আরও বেশি।

বেলা ১১টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তার ট্রাফিক পুলিশ বক্সের সামনে এবং যাত্রাবাড়ী থানার সামনে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে যাত্রীর তুলনায় গাড়ি ছিল কম।

এসময় যাত্রাবাড়ী চৌরাস্তায় ঢাকা-শরীয়তপুর রুটে চলাচল করা ফেম পরিবহনের একটি গাড়ি এলে যাত্রীরা হুড়মুড় করে তাতে উঠে পড়েন।


যাত্রী চাপ দেখে দিয়াবাড়ি-পোস্তগোলা রুটে চলাচল করা রাইদা পরিবহনের একটি গাড়িকে ভাঙ্গা, পাচ্চরে যাত্রী পরিবহন করতে দেখা গেছে।

যাত্রাবাড়ীর যাত্রীদের বেশিরভাগই পদ্মা সেতুর ওপারে শরীয়তপুর ও ফরিদপুরের।


সায়েদাবাদে জনপথ মোড়ের চারপাশের বাস কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় রয়েছে। তবে সায়েদাবাদ এলাকায় পর্যাপ্ত গাড়ি ছিল।


ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে এসেছেন আবু সাঈদ। তিনি বলেন, পরিবারের সবাইকে নিয়ে বোনের বাড়ি শরীয়তপুরে বেড়াতে যাচ্ছি।


খিলগাঁওয়ে থাকেন মো. হাবিবুর রহমান। তার বাড়ি খুলনা। তিনি বলেন, আমি ব্যবসা করি। পরিবার আগেই গ্রামে পাঠিয়ে দিয়েছি। আমি আজ যাবো। পর্যাপ্ত গাড়ি রয়েছে তবে ভাড়া কিছুটা বেশি চাচ্ছে। দেখে শুনে উঠব।


বাস মালিকদের নিয়ে গঠন করা সায়েদাবাদ বাস টার্মিনাল পরিচালনা কমিটির সদস্য মো. শাহ আলম বলেন, যারা ঈদের আগে ছুটি পায়নি, ব্যবসা-বাণিজ্য ছিল তারা এখন যাচ্ছে। আজ সকাল থেকেই যাত্রীর মোটামুটি চাপ রয়েছে। গতকালও যাত্রী ছিল তবে আজ বেশি।



তিনি বলেন, ঈদে বাড়ি যাওয়া মানুষ এখনো ঢাকায় ফিরতে শুরু করেনি। মূলত কাল (বুধবার) থেকে যাত্রীরা ফিরতে শুরু করবে। বৃহস্পতিবার থেকে পুরোদমে যাত্রীরা আসবে বলে আশা করছি।

সম্পাদক : অপূর্ব আহমেদ