সংস্কৃতি মন্ত্রণালয়ের হস্তক্ষেপে নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’ প্রযোজিত ‘শেষের কবিতা’ নাটক অবশেষে মঞ্চে প্রদর্শনীর অনুমতি পেয়েছে।
চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকার নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে টানা দুই দিন এ নাটকের প্রদর্শনী হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।নাট্যদল প্রাঙ্গণেমোরকে নাটক মঞ্চস্থ করতে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। এতে নাটকের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে রোববার (১৩ এপ্রিল) বিকেলে রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতির সামনে ডাকা অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন নাট্যকর্মীরা।
এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমরা জানতে পেরে ব্যবস্থা নিয়েছি এবং তাদেরকে অনুষ্ঠান করার সব ধরনের নিরাপত্তা দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছি।
এর আগে, চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীর মহিলা সমিতি মিলনায়তনে টানা দুদিন নাট্যদল প্রাঙ্গণেমোর প্রযোজিত ‘শেষের কবিতা’ নাটকের প্রদর্শনী হওয়ার কথা ছিল। সব প্রস্তুতি সম্পন্ন করে নাট্যকর্মীরা অপেক্ষায় ছিলেন মঞ্চে ওঠার। কিন্তু ‘তৌহিদি জনতা’র হুমকির চিঠি পেয়ে নাট্যদল প্রাঙ্গণেমোর প্রযোজিত ‘শেষের কবিতা’ নাটকের প্রদর্শনী বাতিল করা হয়। প্রদর্শনী বাতিলের এই সিদ্ধান্ত নেয় মহিলা সমিতি মিলনায়তন কর্তৃপক্ষ।
জানা গেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস থেকে এর নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা এবং নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। এটি ‘প্রাঙ্গণেমোর’ নাট্যদলের ষষ্ঠ প্রযোজনা।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম



















