বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

বারে বারে পথ ভুলি নিয়ে আব্দুল হাসিব বিন ইদ্রিস

বারে বারে পথ ভুলি নিয়ে আব্দুল হাসিব বিন ইদ্রিস

বারে বারে পথ ভুলি- শিরোনামে ইসলামি গান গেয়ে ভালো সাড়া পাচ্ছেন তরুণ গায়ক আব্দুল হাসিব বিন ইদ্রিস। গানটি ইউটিউবে প্রকাশ হওয়ার পর দর্শকের ভালোবাসায় মুগ্ধ এ ক্ষুদে শিল্পী।

আব্দুল হাসিব বিন ইদ্রিস-এর জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই।  ছোটবেলা থেকে গানের প্রতি তার ঝোঁক ছিল। সেই ইচ্ছা থেকেই গানের শুরু। তার সংগীতজীবন ২০১৮ সাল থেকে শুরু হলেও প্রথম গান রিলিজ  হয় ২০২০ সালে।

প্রথমে বিভিন্ন কভার গান দিয়ে শুরু করলেও ধীরে ধীরে মৌলিক গানের প্রতি মনোযোগী হন তিনি। ২০২১ সালে প্রথম মৌলিক গান ‘দিন যায় দিন আসে’ মুক্তি পায় ইউটিউবে। এ গান দিয়ে বেশ সাড়া পেয়েছিলেন তিনি।

ইউটিউব ছাড়াও স্পোটিফাইসহ বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও অসংখ্য বার শোনা হয়েছে তার বারে বারে পথ ভুলি গানটি। গানটি নিয়ে অসংখ্য রিলস ও টিকটক ভিডিও তৈরি করেছেন শ্রোতারা।

ইসলামি গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে গায়ক বলেন, ‘গান আমার রক্তে মিশে আছে। আমি যে কোনো অবস্থাতেই গান চালিয়ে যেতে চাই। আমি বিশ্বাস করি, সবকিছু ছেড়ে গেলেও গান আমাকে ছেড়ে যাবে না। তাই গান নিয়েই বাঁচতে চাই।’

বারে বারে পথ ভুলি গানের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।

সম্পাদক : জোবায়ের আহমেদ নবীন