মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম উত্তরায় বিমান দুর্ঘটনার পর রহস্যময় ফেসবুক পোস্ট ভাইরাল! বাংলাবাজার পত্রিকা.কম নিজে ৮০ শতাংশ পুড়েও ২০ শিক্ষার্থীকে বাঁচালেন শিক্ষিকা মাহরিন বাংলাবাজার পত্রিকা.কম মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়া হয়েছে: আইন উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম মাইলস্টোনে দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান বাংলাবাজার পত্রিকা.কম মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের সমবেদনা বাংলাবাজার পত্রিকা.কম উত্তরায় বিমান বিধ্বস্ত: ৮ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর বাংলাবাজার পত্রিকা.কম উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে বাংলাবাজার পত্রিকা.কম নিহত ২৭ জনের মধ্যে ২৫টিই শিশু: ডা. সায়েদুর বাংলাবাজার পত্রিকা.কম নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে যে নম্বরে যোগাযোগ করা যাবে বাংলাবাজার পত্রিকা.কম বিমান বিধ্বস্তের ঘটনাস্থল পরিদর্শনে বিএনপির প্রতিনিধি দল

মুক্তি পেলেন চবির অপহৃত সেই ৫ শিক্ষার্থী

মুক্তি পেলেন চবির অপহৃত সেই ৫ শিক্ষার্থী

খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়ী ছাত্র পরিষদের সদস্য নিপন ত্রিপুরা।

তবে কোথায়-কখন তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। ৯ দিন পর অপহৃতরা মুক্তি পেলেন।

গত ১৬ এপ্রিল বিঝু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। অপহৃত শিক্ষার্থীরা হলেন—রিশন চাকমা, দিব্যি চাকমা, মৈত্রীময় চাকমা, লংঙি ম্রো এবং অলড্রিন ত্রিপুরা। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অপহৃত ৫ শিক্ষার্থীকে মুক্তি দেওয়ায় সবাইকে শুভেচ্ছা জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদের সদস্যরা।

শিক্ষার্থীদের অপহরণের জন্য ইউপিডিএফকে দায়ী করে আসছে সন্তু লারমার জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ।


এর আগে, অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে গত সোমবার ইউপিডিএফের গোপন আস্তানায় অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় চাঁদা আদায়ের রশিদ, ল্যাপটপ, মোবাইল, সামরিক ইউনিফর্মসহ বিপুল প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার করা হয়।


সম্পাদক : অপূর্ব আহমেদ