শনিবার, ১০ মে, ২০২৫

নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী

নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (৯ মে) দুপুর ২টার দিকে তাকে কারাগারে আনা হয় বলে নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার।

এর আগে সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে হাজির করা হলে আদালত আইভীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সম্পাদক : অপূর্ব আহমেদ