জার্মানির হেসেন প্রদেশে বসবাসরত এশিয়ার বিভিন্ন মুসলিম দেশ থেকে আগত প্রবাসীদের হেসেন মুসলিম ডে নামে দিনব্যাপী এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ফ্রাঙ্কফুর্টে শহরের স্থানীয় একটি অডিটোরিয়ামের এই অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, পাকিস্থান, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের মুসমানরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশি কমিউনিটি লিডার আমানুল্লাহ ইসলামের নেতৃত্বে প্রথমবারের মতো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এছাড়াও বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শাহিন আহমেদ, সাংবাদিক হাবিবুল্লাহ আল বাহার, ফয়সাল আহমেদ, সাজ্জাদ হোসাইন সহ অনেকে।
হেসেন মুসলিম ডের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, শিশু কিশোরদের কোরআন তেলাওয়াত এবং হামদ নাত ও ইসলামী গান পরিবেশনা। এছাড়াও অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাবারের স্টল, মহিলাদের জন্য মেহেদি উৎসব সহ বিভিন্ন আয়োজন।
- ফাতেমা রহমান রুমা, ফ্রাঙ্কফুর্ট, জার্মানি