রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম মেট্রোরেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে প্রাণ গেল পথচারীর বাংলাবাজার পত্রিকা.কম অভিযুক্ত উপদেষ্টারা থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: আমীর খসরু বাংলাবাজার পত্রিকা.কম ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপ, নাম হবে ‘মন্থার’ বাংলাবাজার পত্রিকা.কম শিগগিরই জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেবে ঐকমত্য কমিশন বাংলাবাজার পত্রিকা.কম যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমের প্রথম চালান এলো দেশে বাংলাবাজার পত্রিকা.কম দুই জীবনের সফলতার চাবিকাঠি ‘রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা...’ বাংলাবাজার পত্রিকা.কম সালমান শাহকে হত্যা করতে ১২ লাখ টাকায় কিলার ভাড়া করেন শাশুড়ি বাংলাবাজার পত্রিকা.কম নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম বাংলাবাজার পত্রিকা.কম প্রতিবাদ করাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন হাসিনা: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালে আগুনের ঘটনা তদন্তে ৪ দেশ থেকে আসছে বিশেষজ্ঞ দল

বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে গেলে ব্যবস্থা নেবে সরকার

ফাইল ছবি

বিএনপি আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করতে চাইলে ব্যবস্থা নেবে সরকার। মঙ্গলবার সচিবালয়ে সাম্প্রতিক রাজনীতি নিয়ে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বিএনপি দলটি বিষধর সাপ, সুযোগ পেলে ছোবল মারবেই। তারা সরকার পতনের আন্দোলনের নামে সহিংসতা করতে চায়। এ জন্য তারা সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে সমাবেশের জেদ ধরে বসে আছে। তবে বিশৃঙ্খলা করতে চাইলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যাতে নির্বিঘ্নে সমাবেশ করতে পারে এ জন্য প্রধানমন্ত্রী ছাত্রলীগের সম্মেলন পিছিয়েছেন। সমাবেশ করার সুবিধার্থে সরকার ছাড় দিচ্ছে।

তিনি বলেন, বিএনপি ১০ লাখ মানুষ নিয়ে সমাবেশ করতে চায়। পল্টনে তো এতো মানুষ নিয়ে সমাবেশ করা সম্ভব নয়। সেজন্য পূর্বাচলে বাণিজ্য মেলার মাঠে তাদের সমাবেশের পরামর্শ দেয়া হয়েছিল। যাতে তারা নির্বিঘ্নে সমাবেশ করতে পারে। 

ড. হাছান আরও বলেন, এরই মধ্যে সমাবেশের নামে তারা বিভিন্ন স্থানে ভাঙচুর করেছে।

সম্পাদক : অপূর্ব আহমেদ