শুক্রবার, ২৩ মে, ২০২৫

কানাডা প্রবাসী বাঙালি অধ্যাপক ড. মহাদেব চক্রবর্তীর মৃত্যু

কানাডা প্রবাসী বাঙালি অধ্যাপক ড. মহাদেব চক্রবর্তীর মৃত্যু

কানাডার টরেন্টোর প্রবাসী বাঙালী অধ্যাপক কবি ও সংস্কৃতিকর্মী ড. মহাদেব চক্রবর্তী' কানাডার স্থানীয় সময় আজ বুধবার দুপুরে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৮ বছর। 

 বাংলা ভাষাকে কানাডায় প্রাতিষ্ঠানিক মর্যাদা দিতে তিনি বহুজাতিক ভাষার পাশাপাশি টরোন্টো বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে বাংলা কে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। তাঁর নিরলস পরিশ্রমে গৌরবের সঙ্গে যুক্ত হয়েছে বাঙালীদের প্রাণের ভাষা বাংলা। বাংলা ভাষা শিক্ষার প্রসারে টরন্টো বিশ্ববিদ্যালয়ে বাংলা স্টাডিজ চালুর জন্য তিনি এককালীন ৩ লক্ষ ৫০ হাজার ডলার অনুদান দিয়ে তাঁর প্রয়াত স্ত্রীর নামে ‘দীপ্তি চক্রবর্তী বৃত্তি’ চালু করেন। রাজশাহীর সন্তান পদার্থবিজ্ঞানের এই শিক্ষক মৃত্যুর আগে বারবার বলেছেন, আমি পদার্থবিজ্ঞান পড়াই, কিন্তু আমার আত্মার ভাষা বাংলা। বাংলার এই মশাল প্রজন্ম থেকে প্রজন্মে জ্বলবে।

বিশ্ববিদ্যালয়ে কর্মরত বাঙালি শিক্ষকদের মধ্যে কয়েকজন বিশ্বখ্যাত গবেষক, যারা নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখছেন। ছাত্র-ছাত্রীদের ভালোবাসা ও শ্রদ্ধা তাঁদের কর্মপ্রেরণাকে আরও দৃঢ় করে তুলেছে। মহাদেব চক্রবর্তীর স্বপ্ন বাস্তবায়নে তাঁরাই আজ নতুন প্রজন্মের অনুপ্রেরণা।


 উল্লেখ্য টরোন্টো বিশ্ববিদ্যালয়ে বহু বাঙালি শিক্ষার্থীরা উজ্জীবিত; তাদের আড্ডায় রবীন্দ্র-নজরুলের গান, জীবনানন্দের কবিতা যেন নতুন প্রাণ পেয়েছে। টরন্টো বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেওয়ালে যেন লেখা আছে বাংলার বিজয়গাঁথা। টরন্টো বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার অবস্থান শুধু একাডেমিক নয়, বরং বাঙালীর হৃদয় ও সংস্কৃতির গভীরে প্রোথিত।


অন্যদিকে ১৯৬৩ সাল থেকে কানাডায় শিক্ষকতা পেশা নিয়ে বসবাস শুরু করলেও মহাদেব চক্রবর্তী মৃত্যুর আগের দিন পর্যন্ত কানাডার নাগরিকত্ব গ্রহণ করেন নি।


সম্পাদক : অপূর্ব আহমেদ