শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

নির্বাচনের আগে ওসি ইউএনও বদল

নির্বাচনের আগে ওসি ইউএনও বদল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে দেশের সব থানায় ছয় মাসের বেশি দায়িত্ব পালন করছেন, এমন ওসিদের অন্য থানা বা জেলায় বদলির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া কোনো ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠলে তা খতিয়ে দেখে তাকে বদলির নির্দেশনাও দেয়া হয়েছে। একইসঙ্গে কর্মস্থলে এক বছরের বেশি সময় দায়িত্ব পালন করছেন এমন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) অন্যত্র বদলি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, বর্তমান কর্মস্থলে ৬ মাসের বেশি দায়িত্বে আছেন, এমন ওসিদের ৫ ডিসেম্বরের মধ্যে বদলির প্রস্তাব চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন সচিব, জননিরাপত্তা বিভাগ সচিব, আইজিপির সঙ্গে ইসির বৈঠক হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের নিমিত্ত সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যে সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ৬ মাসের বেশি চাকরির মেয়াদ সম্পন্ন হয়েছে তাদেরকে অন্য জেলায়/অন্যত্র বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বর ২০২৩ তারিখের মধ্যে নির্বাচন কমিশনে পাঠানো প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে ইসি।

জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব বলেন, কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ এসেছে। সুষ্ঠু নির্বাচনে ইসি বদ্ধপরিকর। একটা ক্যাটাগরি নির্ধারণের সুবিধার্থে এ উদ্যোগ। যখনই দরকার হবে তখনই ব্যবস্থা নেয়া হবে।

নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম ওই বৈঠকের পর বলেন, ইসির নির্দেশনা অনুযায়ী তারা (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) কার্যক্রম গ্রহণ করবেন। 

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে দেশের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসির উপসচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের নিমিত্তে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পর্যায়ক্রমে বদলী করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যে সকল উপজেলা নির্বাহী অফিসারদের বর্তমান কর্মস্থলে ১ (এক) বছরের বেশি সময় চাকরীর মেয়াদ সম্পন্ন হয়েছে তাদেরকে অন্য জেলায় বদলীর প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে কমিশনে পাঠানো প্রয়োজন।

সম্পাদক : জোবায়ের আহমেদ নবীন