জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সারোয়ার তুষারের সঙ্গে অভিনেত্রী নীলা ইসরাফিলের কথোপকথনের একটি অডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। অডিওতে থাকা নারী কণ্ঠটি নিজের বলে স্বীকার করেছেন অভিনেত্রী নীলা ইসরাফিল।
ঘটনার পর বৃহস্পতিবার (২০ জুন) রাতেই নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্টে সারোয়ার তুষার দাবি করেন, ‘তিনিই খুঁচিয়ে খুঁচিয়ে শব্দটির কাছে আমাকে নিয়ে যাচ্ছিলেন।’
তার ভাষ্য, “আমি শুধু ব্যাখ্যা দিয়েছি মাত্র। এক মুহূর্তের কথায় জাজ কোরো না, প্লিজ- এটাই ছিল আমার বক্তব্য।”
তুষার অভিযোগ করেন, ওই নারী কল রেকর্ড করছিলেন পূর্বপরিকল্পিতভাবে। “তিনি কলটি করেছিলেন রেকর্ডিংয়ের উদ্দেশ্যে এবং কথোপকথনকে একটি নির্দিষ্ট দিকে টানছিলেন। আমি ছিলাম অগোচরে। আমি কথা বলেছি গুড ফেইথে, তিনি বলেছেন অন্য কাউকে শোনানোর উদ্দেশ্যে।”
নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তুষার আরও বলেন, রমজানের আগে এনসিপি আত্মপ্রকাশ করলেও তখন সাংগঠনিক কার্যক্রম শুরু হয়নি, ফলে ওই সময়কার কথাবার্তাগুলোকে দলীয় সম্পর্ক বলে দাবি করা ভুল।
তিনি লেখেন, “ওই সময় আমি দলের ২১৭ সদস্যের কাউকেই ঠিকমতো চিনে উঠতে পারি নাই। ফলে নীলা ইসরাফিলের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ বা ক্ষমতা সম্পর্ক ছিল না।”
নীলা ইসরাফিল এনসিপির কোনো পদে নেই উল্লেখ করে তিনি দাবি করেন, “কোনো পর্যায়েরই নেত্রী বা কর্মী নন তিনি। তাকে নিয়ে যে কথাবার্তা ছড়ানো হচ্ছে, সেটি ভিত্তিহীন।”
সূত্র: ইত্তেফাক
 
                         নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম






 
                                













