বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

বাংলাদেশের মানুষের সমর্থনে গর্বিত আর্জেন্টিনা

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিও -ইন্টারনেট

চলছে বিশ্বকাপ উন্মাদনা। ফুটবল মহাযজ্ঞের এবারের আসরে আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশের ফুটবল ভক্তদের উন্মাদনার খবর সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশ্ব মিডিয়ায় আলোচিত এ খবর পৌঁছে গেছে আর্জেন্টাইন শিবিরেও।

আর্জেন্টিনার ভক্ত-সমর্থক সবচেয়ে বেশি বাংলাদেশে। তাই মেসিদের নিয়ে মাতামাতিও একটু বেশি। এমনকি আর্জেন্টিনার মোট জনসংখ্যার চেয়েও নাকি বাংলাদেশে তাদের সমর্থক বেশি!

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে হাজার হাজার দর্শকের খোলা মাঠে বড় পর্দায় খেলা দেখার ছবি বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এসব নিয়ে এতটাই আলোচনা হয়েছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ) পর্যন্ত টুইট করে ধন্যবাদ জানিয়েছে এ দেশের আর্জেন্টিনা সমর্থকদের।

এবার বাংলাদেশের সমর্থকদের নিয়ে কথা বলেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিও।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থনের প্রসঙ্গ তুললে মেসিদের কোচ বলেন, আমি রোমাঞ্চিত, অভিভূত। অনুভূতিটা হচ্ছে, অনেক আগে দিয়েগো (ম্যারাডোনা), পরে মেসির কারণে সারা বিশ্বে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে। আর্জেন্টিনার এই সমর্থকদের নিয়ে আমি গর্বিত। বাংলাদেশের মতো একটা দেশে আমাদের এত সমর্থক আছে, আমরা গর্বিত।

তিনি বলেন, আরও অনেক দেশে আমাদের সমর্থক আছে। (তাদের জন্য) আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করব। আমরা সর্বশেষ দিনের মতো খেলতে পারি, অনেক কিছু হতে পারে। অনুভূতিটা দারুণ। বাংলাদেশের মানুষকে ধন্যবাদ।


সম্পাদক : জোবায়ের আহমেদ নবীন