লঙ্কানদের প্রথম ওয়ানডেতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। জবাব দিতে নেমে শুরুটা ভালো করলেও মাঝে ৬ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। এতে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
দল হারলেও বোলিংয়ে দুর্দান্ত করেছিলেন তাসকিন আহমেদ। ৪৭ রান খরচ করে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে ভিন্ন এক অভিজ্ঞতার কথা জানিয়েছে এই পেসার।
তাসকিন বলেন, এটা আমাকে মনে করিয়ে দেয় যে, ক্রিকেটে কিছু অনিশ্চয়তা আছে... আমি আশা করিনি, কারণ আমি ড্রেসিংরুমে বসে কফি খাচ্ছিলাম, হঠাৎই ৫ উইকেট পড়ে গেল। কিন্তু আশা করি, আমরা পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে ফিরব। সবাই ভুল থেকে শিখে কিন্তু এটা ভালো লাগেনি।
তিনি বলেন, আসলে একটা ওভারে ২ জন সেট ব্যাটসম্যান আউট হয়ে যাওয়াতে হয়ত কিছুটা প্যানিক হয়েছিল। তখন দেখা গেছে, চাপের মধ্যে প্যানিক হওয়াতে যেভাবে আউটগুলো হয়েছে, একটু অপ্রত্যাশিত ছিল। কারণ, আপনারাও জানেন যে আমরা যেভাবে আউট হয়ে গেছি, এতটাও বাজে টিম আমরা না।
তবে পরের দুই ম্যাচ জিততে আত্মবিশ্বাসী তাসকিন। তার ভাষ্য, সবার ক্যাপাবিলিটি আছে, অপ্রত্যাশিত এই ধসের জন্যই হেরে গেলাম, কিন্তু আমরা আশা করছি, দ্রুত কাটিয়ে উঠব সব সমস্যা এবং সামনে ভালো জয় নিয়ে আসব, কারণ স্বপ্ন দেখা ছাড়া তো এগোনো যাবে না, প্রতিদিন আমরা অনেক কঠোর পরিশ্রম করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা, দোয়া রাখবেন।
                        
খেলা | বাংলাবাজার পত্রিকা.কম






                                

















