ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাত ৮টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, ‘নির্বাচন ঘিরে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা ও প্রশাসনিক বিভিন্ন বিষয় প্রস্তুতির আওতায় থাকবে।’
তিনি জানান, নির্বাচনকালে প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। এ লক্ষ্যে পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডে নতুন করে ১৭ হাজার সদস্য নিয়োগ ও প্রশিক্ষণের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা, যাতে ডিসেম্বরের আগেই তারা প্রস্তুত থাকে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ভোটারদের জন্য কিছু নতুন পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। বিশেষ করে ১৮ থেকে ৩২ বছর বয়সী ভোটারদের জন্য আলাদা বুথ রাখার সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়েছে।
শফিকুল আলম বলেন, ‘নির্বাচন সামনে রেখে অনেক পাঁয়তারা হতে পারে, যাতে আইনশৃঙ্খলার অবনতি হয়। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, এই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও দায়িত্বশীল হতে হবে।’