শনিবার, ১২ জুলাই, ২০২৫

অর্থনীতিবিদ আবুল বারকাত কারাগারে

অর্থনীতিবিদ আবুল বারকাত কারাগারে

অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাতকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন।

এর আগে, আজ দুপুরে আবুল বারকাতকে আদালতে হাজির করা হয়। পরে দুদকের মামলায় তার ৩ দিনের রিমান্ড চাওয়া হয়। অন্যদিকে এই রিমান্ড আবেদন নাকচের আরজি জানায় আসামিপক্ষ। রিমান্ড আবেদনের বিষয়ে পরে শুনানি হবে উল্লেখ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বলেন, আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল। তবে এই কোর্টের রিমান্ড বিষয়ে শুনানির করার এখতিয়ার না থাকায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তী সময়ে সিনিয়র আদালতে এই রিমান্ড বিষয়ে শুনানি হবে। 

অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ২০ ফেব্রুয়ারি আবুল বারকাতসহ ২৩ জনের নামে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আবুল বারকাতকে জনতা ব্যাংকের চেয়ারম্যান করা হয়। তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ছিলেন।


সম্পাদক : অপূর্ব আহমেদ