একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে রাজধানীর সাবেক আয়শা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ফরিদা পারভীনের খবর নিতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে পাঠান দলীয় প্রধান খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এক বিবৃতিতে জানায়, বরেণ্য এই শিল্পীর সুস্থতা কামনা করেছেন বেগম খালেদা জিয়া। পাশাপাশি, তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ফরিদা পারভীন গত ৫ জুলাই কিডনি জটিলতা, শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। প্রাথমিকভাবে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। বর্তমানে তিনি কেবিনে চিকিৎসাধীন এবং আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বজনরা।
সংগীতজীবনের শুরুতে ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীতের মাধ্যমে পথচলা শুরু করেন ফরিদা পারভীন। ১৯৭০-এর দশকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা পান। পরবর্তীতে সাধক মোকসেদ আলী শাহর শিষ্য হিসেবে লালনসংগীত চর্চা শুরু করেন এবং এই ধারায় নিজেকে প্রতিষ্ঠিত করেন।
তার অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৭ সালে তিনি একুশে পদক পান। ২০০৮ সালে জাপান সরকার তাকে সম্মানিত করে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারে। এছাড়া ১৯৯৩ সালে ‘সেরা প্লেব্যাক গায়িকা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
বাংলাদেশের সংগীতাঙ্গনে ফরিদা পারভীন এক উজ্জ্বল নাম, যার সুস্থতা কামনা করছে সারা দেশের সংস্কৃতিপ্রেমী মানুষ।
                        
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম






                                












