গাজীপুরের কালিয়াকৈরে সোনাখালী রেলক্রসিং এলাকায় ট্রাক বিকল হয়ে যাওয়ায় ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে কয়েকটি স্টেশনে আটকা পড়েছে ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা।
সোমবার (১৪ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক রুটের সোনাখালী রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক আটকে যায়৷ পরে চালক স্থানীয়দের সহায়তায় চেষ্টা করেও ট্রাকটি সরাতে পারেননি। মূলত রেলক্রসিংয়ের সামনে বেশ কয়েকটি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তেই ট্রাকটি আটকে গেছে৷ এতে ঢাকা রাজশাহী রেলরুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রাকটি সরিয়ে নিতে উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় মির্জাপুর স্টেশনে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জামান বলেন, ফেঁসে যাওয়া ট্রাকটি অপসারণের চেষ্টা চলছে। এটি সরিয়ে নেওয়া হলে অল্প সময়ের মধ্যে ট্রেন চলাচল শুরু হবে।