১০ বছর পর সাভারে ফিরেই স্থানীয় রাজনীতিতে উত্তাপ ছড়ালেন দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং ওরফে মুরাদ।
প্রতিপক্ষের উদ্দেশে সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘যে নেতা-কর্মীরা আমাদের নেতাকর্মীদের ভয় দেখায় বলে আমি কই? আমি তাদের কই আইয়ো, আইয়ো, আইয়ো আমরা প্রস্তুত। কার মাজায় কত জোর মুরাদ জং সেটা জানে। জানুয়ারির ৭ তারিখে আইয়ো। আমরা রেডি হয়েই রইছি ইনশাল্লাহ।’
দ্বাদশ জাতীয় নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারের দ্বিতীয় দিনে মঙ্গলবার দুপুরে সাভারের শিমুলতলায় নিজ বাসভবনে এক সভায় এ কথা বলেন তিনি। এর আগে ঢাকা-আরিচা মহাসড়কে শোডাউন করেন মুরাদ জং। এসময় ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি বাসস্ট্যান্ড থেকে বলিয়ারপুর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এই আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। মনোনয়ন বঞ্চিত হয়ে সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ঢাকা- ১৯ আসনে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ। পরে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হন তিনি। এরপর ২০১৩ সালে রানা প্লাজা ধসের ঘটনায় ভবন মালিক সোহেল রানার সঙ্গে সখ্যের কারণে দলীয় রাজনীতি থেকে ছিটকে পড়েন তিনি। প্রায় ১০ বছর পর প্রকাশ্য কোনো সভায় বক্তক্য রাখলেন মুরাদ জং।
আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য বলেন, রানা প্লাজা কি আমি ফালাইছিলাম? ওটার ডিজাইন কি আমি করেছি? ওখানে আমার কোনো ব্যবসা প্রতিষ্ঠান, দোকান-পাট ছিল? একটা বিল্ডিং ভাইঙ্গা পড়ছে, আমার দোষ কোথায়। কি অপরাধ ছিল আমার?
তিনি বলেন, দীর্ঘ ১০ টি বছর কোন কথা বলিনি, এখন সেই কথা আপনাদের বলছি। সাভারবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আমার লিগা মায়া লাগে না? আমি আপনাদের ছেলে না? আমি আপনাগো ভাই না? প্রধানমন্ত্রী যেহেতু বলছে, নির্বাচন কর। আসেন কে জনপ্রিয় সাভার-আশুলিয়াবাসী, ৭ তারিখে ঈগল মার্কায় ভোট দিয়ে তার প্রমাণ দেবেন। ঈগল কি আমার মার্কা? ঈগল আপনাদের মার্কা।’
সাভারে নিজের বাড়ির কথা তুলে তিনি বলেন, ‘এই বাড়িটার নামের দিকে তাকান, দরবারে জং। এটা সাভার-আশুলিয়াবাসীর জন্য করছিলাম। ১০ বছর এই বাড়িটায় একদিনের জন্যও আসতে পারি নাই। যেদিন আমি জন্মাইছি, ত্যাড়া হইয়াই জন্মাইছি। কইছি, যেদিন প্রধানমন্ত্রী কইব সাভারে যাইতে ওইদিনই বাড়ি উদ্বোধন করবো। কালকে মার্কা পাইছি আজকে আইছি।’
মুরাদ জং বলেন, ‘নৌকার প্রার্থী নির্বাচিত হলে শেখ হাসিনার গলায় মালা পরাবো। আমি নির্বাচিত হলেও শেখ হাসিনার গলায় মালা পরাবো। আমি আওয়ামী লীগের ঘরের ছেলে। আপনারা ৭ তারিখে ঈগল মার্কায় ভোট দিয়ে তার প্রমাণ দেবেন।’