টপ অর্ডার পারেনি। মিডলও ব্যর্থ হয়েছে। পাকিস্তানের দেওয়া বড় লক্ষ্যে টপাটপ উইকেট হারাচ্ছে বাংলাদেশ। স্কোরবোর্ডে পঞ্চাশ রান যোগ করার আগেই সাত ব্যাটার হারিয়ে রীতিমতো ধুঁকছে টাইগাররা।
মিরপুরের শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ জিততে পারলে ইতিহাস হতো টাইগারদের। এমন মাইলফলক সামনে রাখার ম্যাচে বোলিং ভালো হয়নি। ৭ উইকেট হারিয়ে পাকিস্তান জমা করে ১৭৮ রান। সেই লক্ষ্য তাড়ায় দুমড়েমুচড়ে পড়েছে স্বাগতিক দল।
এই প্রতিবেদন লেখা অবধি ৭ উইকেট হারিয়ে ৪৬ রান তুলেছে বাংলাদেশ। আরও ৭১ বলে ১৩৩ রান প্রয়োজন। যা অনেকটা অস্বাভাবিক বটে।