রবিবার, ২৭ জুলাই, ২০২৫

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, ভর্তি ৪০৯

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, ভর্তি ৪০৯

গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় ৪০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৮৬ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের। 

চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৫২৯ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৮ হাজার ২২৩ জন। মারা গেছেন ৭৬ জন।

২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

সম্পাদক : অপূর্ব আহমেদ