মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

মাধবদী পৌরসভার সাবেক মেয়র ঢাকা থেকে গ্রেপ্তার

মাধবদী পৌরসভার সাবেক মেয়র ঢাকা থেকে গ্রেপ্তার

নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২৭ জুলাই) দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ডিএমপির পক্ষ থেকে মোশাররফ হোসেন প্রধান মানিককে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নজরুল ইসলাম জানান, সাবেক মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিকের বিরুদ্ধে গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দুটি হত্যা ও আওয়ামী লীগের আমলে একটি হত্যাচেষ্টাসহ তিনটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মোট চারটি মামলা ছিল, যার মধ্যে একটি থেকে অব্যাহতি পেয়েছেন। সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন মোশাররফ হোসেন প্রধান মানিক।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ বলেন, গ্রেপ্তারের পর মোশাররফ হোসেন মানিককে মিন্টু রোডের ডিবির প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে বলে আমাদের অবগত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে নরসিংদী জেলা পুলিশের হাতে সোপর্দ করা হবে।


সম্পাদক : অপূর্ব আহমেদ