বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে সাড়া দিয়েছে নেদারল্যান্ডস। আগস্টেই তিন টি-টোয়েন্টি খেলতে ডাচরা বাংলাদেশ সফর করবে। তিন ম্যাচের এই সিরিজটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ১৯, ২২ ও ২৫ আগস্ট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রস্তাবিত সূচি ও ভেন্যু পাঠিয়েছে নেদারল্যান্ডসকে। তারাও মৌখিকভাবে সাড়া দিয়েছে। দ্বিপক্ষীয় এই সিরিজের চুক্তি সইয়ের পর আনুষ্ঠানিক ঘোষণা দেবে বিসিবি। তবে সমঝোতা চুক্তি সই না হওয়াতে এখনই কিছু বলতে চান না ক্রিকেট বোর্ডের পরিচালক ও পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
বলেছেন, ‘‘আমরা ওইভাবেই আমাদের পরিকল্পনা পাঠিয়েছি। তারা দেখে সম্মত হয়েছে। এখন সমঝোতা চুক্তি হলেই আমরা তারিখ ও ভেন্যু ঘোষণা করবো।’’
এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসেবে বিসিবি আন্তর্জাতিক সিরিজ খেলতে চাচ্ছিল। সেই পরিকল্পনা থেকে নেদারল্যান্ডসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানায়। সিলেটের ভেন্যু নিয়ে নাজমুল আবেদীনের ব্যাখ্যা, ‘‘যেভাবে আমরা প্রস্তুত হতে চাচ্ছি, সেভাবে মিরপুরে সম্ভব না। সিলেটের উইকেট স্পোর্টিং। প্রস্তুতিটাও ভালো হবে আশা করি।’’
নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশ ৫টি-টোয়েন্টি খেলেছে। ৪টিতে বাংলাদেশ জিতেছে। নেদারল্যান্ডসের জয় ১টিতে। বাংলাদেশের মাটিতে দুই দল প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।