বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম বরিশালে চলন্ত বাসে আগুন, রক্ষা পেলেন ৩০ যাত্রী বাংলাবাজার পত্রিকা.কম বিপিএলে পুরনো তিন ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণ নিশ্চিত! বাংলাবাজার পত্রিকা.কম সরকার ব্যবসায়ীদের চেয়ে বিদেশিদের কথায় বেশি গুরুত্ব দেয় : বিকেএমইএ সভাপতি বাংলাবাজার পত্রিকা.কম শিক্ষার্থীদের মারধরের বিচার ও ক্ষতিপূরণ দাবি ড্যাফোডিলের উপাচার্যের বাংলাবাজার পত্রিকা.কম জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ালে হিতে বিপরীত হবে : নাহিদ বাংলাবাজার পত্রিকা.কম জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় যা আছে বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে সহস্রাধিক ভর্তি বাংলাবাজার পত্রিকা.কম ঐকমত্য কমিশন অনৈক্য প্রতিষ্ঠার চেষ্টা গ্রহণ করেছে: সালাহউদ্দিন বাংলাবাজার পত্রিকা.কম জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ ঐকমত্য কমিশনের বাংলাবাজার পত্রিকা.কম শক্তি বাড়িয়ে উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় মেলিসা

গাজায় চরম অপুষ্টিতে ভুগছে প্রায় ১২ হাজার শিশু: ডব্লিউএইচও

গাজায় চরম অপুষ্টিতে ভুগছে প্রায় ১২ হাজার শিশু: ডব্লিউএইচও

গাজায় পাঁচ বছরের নিচে প্রায় ১২ হাজার শিশু চরম অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, অনাহারের কারণেও গাজায় মৃত্যুর হার বাড়ছে।

জেনিভায় ডব্লিউএইচও’র সদরদপ্তরে গেব্রিয়াসুস বলেন, “জুলাই মাসে গাজায় চরম অপুষ্টিতে ভোগা পাঁচ বছরের কম বয়সী প্রায় ১২ হাজার শিশুকে চিহ্নিত করা হয়েছে। এক মাসে এই সংখ্যা রেকর্ড সর্বোচ্চ।”

চলতি বছরের শুরু থেকে ২৯ জুলাই পর্যন্ত গাজায় পুষ্টিহীনতার কারণে অন্তত ৯৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৩৫ জন শিশু। এই শিশুদের মধ্যে ২৯ জনের বয়স পাঁচ বছরের নিচে ছিল।

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানায়, জুন থেকে জুলাইয়ের মধ্যে পুষ্টিহীনতার কারণে হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যা দ্বিগুণ হয়েছে; ৬,৩৪৪ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১১,৮৭৭ জনে। এর মধ্যে প্রায় আড়াই হাজার শিশু ‘চরম পুষ্টিহীনতার’ শিকার।

ডব্লিউএইচও মহাপরিচালক গাজার জন্য অবিলম্বে এবং ধারাবাহিকভাবে ব্যাপক মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “সব সম্ভাব্য পথ ব্যবহার করে খাদ্য ও পুষ্টিসামগ্রী সরবরাহ বাড়াতে হবে।”

ফিলিস্তিনি ভূখণ্ডে ডব্লিউএইচও’র প্রতিনিধিত্বকারী কর্মকর্তা রিক পিপারকরন বলেন, “শিশু খাদ্য এবং পুষ্টিকর খাদ্যের মজুত খুবই সীমিত। পুষ্টিহীনতা ঠেকাতে বর্তমান ত্রাণ সহায়তা যথেষ্ট নয়। বাজারে প্রচুর সরবরাহ প্রয়োজন, খাদ্যে বৈচিত্র্য আনতে হবে।”

গাজায় চরম ক্ষুধা পরিস্থিতি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক খাদ্য সংকট পর্যবেক্ষক সংস্থাগুলো। সেখানে অনাহারে শিশুদের মৃত্যু ঘটছে এবং যুদ্ধবিধ্বস্ত ছিটমহলটিতে মানবিক সহায়তা পৌঁছানো ক্রমেই কঠিন হয়ে পড়েছে।


সূত্র: বিডি নিউজ

সম্পাদক : অপূর্ব আহমেদ