শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

অসহযোগিতার অভিযোগে বগুড়া জেলা ও দায়রা জজকে প্রত্যাহারের সুপারিশ

অসহযোগিতার অভিযোগে বগুড়া জেলা ও দায়রা জজকে প্রত্যাহারের সুপারিশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনুসন্ধান কমিটিকে অসহযোগিতার অভিযোগ ওঠায় বগুড়া জেলা ও দায়রা জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরীকে প্রত্যাহারের সুপারিশ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার ইসির দায়িত্বশীল সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। বিচারক মোজাম্মেল হক চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন বগুড়া জেলার ৭টি নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়াম্যানরা। তারা বলেছেন, অনুসন্ধান কমিটির বিচারকদের নির্বাচনী কাজে বাধা দিচ্ছেন এবং প্রশিক্ষণে অংশ না নিতে বলছেন বিচারক মোজাম্মেল হক। এছাড়া আরও বেশকিছু বিষয়ে অসহযোগিতা করছেন তিনি।

অনুন্ধান কমিটির চেয়ারম্যানদের মৌখিক অভিযোগ পাওয়ার পর বগুড়া জেলা ও দায়রা জজ এ, একে এম মোজাম্মেল হক চৌধুরীকে প্রত্যাহারের সুপারিশ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করাসহ তার নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে ইসি।

এরআগে মঙ্গলবার ইসির কাছে উত্থাপিত ইসি সচিবালয়ের নথিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি অপরাধ, নির্বাচনি আচরণবিধি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি বা পরিচালনায় বাধাগ্রস্ত বা ব্যাহত করে এমন ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংক্রান্ত বিষয়সমূহ অনুসন্ধানপূর্বক কমিশনের কাছে প্রতিবেদন দাখিলের লক্ষ্যে সারা দেশে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে ৩০০ (তিনশত) নির্বাচনি অনুসন্ধান কমিটি গঠন করে গত ২৩ নভেম্বর গেজেট প্রকাশ করা হয়।

সম্পাদক : জোবায়ের আহমেদ নবীন