❏ ৩৫ দেশের ১৮০ বিদেশির আবেদন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন প্রায় ২১ হাজার পর্যবেক্ষক এরমধ্যে দেশীয় ২০ হাজার ৭৭৩ জন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম এই তথ্য জানান। এক বিজ্ঞপ্তিতে শরিফুল আলম জানান, কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষণ সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০ হাজার ২৫৬ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করবেন। সবমিলিয়ে ২০ হাজার ৭৭৩ জন দেশি পর্যবেক্ষক এবার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন। চিঠিতে পর্যবেক্ষকদের তালিকা চূড়ান্ত করার বিষয় উল্লেখ করে বলা হয়, বিষয়টি সব রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে।
এদিকে বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ৩৫টি দেশের প্রায় ১৮০ ব্যক্তি পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন নির্বাচন কমিশনে। এছাড়াও নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বিভিন্ন দেশ থেকে আরও প্রায় ৩০ জন কর্মকর্তা দেশে আসবেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান । সম্প্রতি পররাষ্ট্র সচিবের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকে কি আলোচনা হয়েছে তা সেহেলী সাবরীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, সাধারণত যেটা হয়, বিদেশি রাষ্ট্রদূত যারা থাকেন তারা বিভিন্ন সময়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন। পররাষ্ট্রসচিব, মন্ত্রী বা বিভিন্ন পর্যায়ে বৈঠক করেন। তারা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। সামনে জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই এসব ইস্যুও আছে। আরও কত ইস্যু আছে।
তিনি বলেন, উন্নয়ন প্রতিনিয়ত হয় (দুই দেশর দ্বিপাক্ষিক উন্নয়ন) সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এ রকম না যে নির্দিষ্ট একটা বিষয়ে আলোচনা হলো। দ্বিপাক্ষিক ইস্যু থাকে। আর চলমান ইস্যু নিয়ে আলোচনা হয়।