শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

চোর সন্দেহে যুবককে উল্টো ঝুলিয়ে পেটাল এলাকাবাসী, ভিডিও ভাইরাল

চোর সন্দেহে যুবককে উল্টো ঝুলিয়ে পেটাল এলাকাবাসী, ভিডিও ভাইরাল

ফরিদপুরের বোয়ালমারীতে চোর সন্দেহে আহাদ সিকদার (৩০) নামে এক যুবককে ঘরের আড়ার সঙ্গে উল্টো করে ঝুলিয়ে পিটিয়েছে এলাকাবাসী। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে ঘটনাটি প্রকাশ্যে আসে। এর আগে, গত মঙ্গলবার (১২ আগস্ট) রাতে উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা আকিজ জুটমিল এলাকায় ঘটনাটি ঘটে। 

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলতে গেলে তারা দাবি করেন, ডোবরা গ্রামের সালাম সিকদারের ছেলে আহাদ সিকদার (৩০) স্থানীয়ভাবে ‘চিহ্নিত চোর’ ও মাদকসেবী হিসেবে পরিচিত। সম্প্রতি এলাকায় এক মুদি দোকান, এক বাসিন্দার পাট এবং আকিজ জুটমিলের বৈদ্যুতিক তার চুরি হয়। এসব চুরির অভিযোগে ডোবরা গ্রামের বাসিন্দা উপজেলা যুবদলের কর্মী কালাম শেখ ও রবিউল শেখসহ আরও কয়েকজন মঙ্গলবার রাতে আহাদকে ধরে একটি দোকান ঘরে নিয়ে গিয়ে আড়ার সঙ্গে উল্টো করে ঝুলিয়ে অমানবিকভাবে নির্যাতন করেন। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।

উপজেলা যুবদলের কর্মী কালাম শেখ আহাদ অবশ্য মারধরের এ ঘটনায় তিনি জড়িত নন বলে দাবি করেছেন। তিনি বলেন, আহাদকে চুরির দায়ে লোকজন ধরে এনে মারধর করেন। খবর পেয়ে তাকে উদ্ধার করে মোটরসাইকেলে থানায় নিয়ে যাই, আমি উদ্ধার না করলে যেকোনো দুর্ঘটনা ঘটতে পারত।

এদিকে চুরির বিষয়টি অস্বীকার করে আহাদ সিকদার নিজেকে একজন ইজিবাইক চালক বলে পরিচয় দেন। তিনি জানান, কালাম ও রবিউলের লোকজন তাকে ধরে নিয়ে আড়ার সঙ্গে দুই পা বেঁধে ঘুরিয়ে ঘুরিয়ে পিটিয়েছে এবং চুরির স্বীকারোক্তি আদায় করেছে। লোহার রড, কাঠ আর হাতুড়ি দিয়ে তাকে পেটানো হয়েছে। কালামদের সঙ্গে দল না করায় তারা তাকে ধরে এনে অমানবিকভাবে পিটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, আহাদকে চুরির অভিযোগে থানায় আনা হলেও কেউ মামলা করতে রাজি না হওয়ায় ৩৪ ধারায় আদালতে পাঠানো হয়। ওইদিনই তিনি জামিনে মুক্তি পান।


সম্পাদক : অপূর্ব আহমেদ