সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে দলগুলো একমত: আলী রিয়াজ বাংলাবাজার পত্রিকা.কম এবার ফ্লোটিলা থেকে যে বার্তা দিলেন শহিদুল আলমের সহযাত্রীরা বাংলাবাজার পত্রিকা.কম হোয়াইটওয়াশের মিশনে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ বাংলাবাজার পত্রিকা.কম সেপ্টেম্বরে প্রবাসী আয় এসেছে প্রায় ৩৩ হাজার কোটি টাকা বাংলাবাজার পত্রিকা.কম অপূর্ব পালের বিরুদ্ধে মামলা করবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাবাজার পত্রিকা.কম তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা বাংলাবাজার পত্রিকা.কম ভয়াবহ দুর্যোগের কবলে ভারত, বন্ধ দার্জিলিংয়ের সব পর্যটন স্পট বাংলাবাজার পত্রিকা.কম 'ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে' বাংলাবাজার পত্রিকা.কম গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপজুড়ে বিক্ষোভ, লন্ডনে গ্রেপ্তার ৫০০ বাংলাবাজার পত্রিকা.কম এবার দল হিসেবে আ.লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে: চিফ প্রসিকিউটর

শরৎকাল: মেঘের ভেলায় ঋতুরাণীর আগমন

শরৎকাল: মেঘের ভেলায় ঋতুরাণীর আগমন

ভাদ্র মানেই শরতের আগমন। বর্ষার দীর্ঘ বৃষ্টি শেষে যখন আকাশ ধুয়ে-মুছে নির্মল হয়ে ওঠে, তখন প্রকৃতিতে আসে এক নতুন রূপ। ভাদ্র ও আশ্বিন—এই দুই মাস মিলে শরৎকাল। অনন্য সৌন্দর্য ও আবহের কারণে শরৎকে বলা হয় ‘ঋতুরানী’। এই ঋতু বাঙলার প্রকৃতিকে যেমন সাজিয়ে তোলে, তেমনি মানুষের আবেগেও এনে দেয় বিশেষ আনন্দ।

নির্মল আকাশ ও তুলার মতো মেঘ

শরতের আকাশ যেন এক অপরূপ চিত্রকর্ম। নীলাভ আকাশ জুড়ে ভেসে বেড়ায় তুলার মতো সাদা মেঘ। দিনের আলোয় এই মেঘের চলন প্রশান্তি এনে দেয় মনে। বর্ষার ভারী মেঘ কাটিয়ে এই স্বচ্ছ আকাশ মানুষকে নতুন করে আশা জাগায়।

কাশফুলের শুভ্রতা

গ্রামীণ বাংলার মাঠে-ঘাটে শরতের আগমনী বার্তা দেয় কাশফুল। নদীর ধারে কিংবা প্রান্তরে দেখা যায় দুলতে থাকা শুভ্র কাশবন। বাতাসে দোল খাওয়া এই কাশফুল শরতের অন্যতম প্রতীক। এটি যেন প্রকৃতির হাসি, যা শরতের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে তোলে।

শিউলির সুবাস ও ধানের আভা

ভোরের আঙিনা ভরে ওঠে ঝরে থাকা শিউলির গন্ধে। ছোট সাদা-কমলা ফুল শরতের আবেগকে ছুঁয়ে যায়। পাশাপাশি ধানক্ষেতে দেখা দেয় সোনালি আভা। কৃষকের মুখে আসে হাসি, কারণ সামনে নবান্ন উৎসব। ফলে শরৎ শুধু সৌন্দর্যের নয়, কৃষিজীবনের জন্যও আশীর্বাদস্বরূপ।


শহর ও গ্রামে শরতের আনন্দ

গ্রামীণ প্রান্তরের পাশাপাশি শহুরে জীবনেও শরতের প্রভাব পড়ে। আকাশের নীলাভ রঙ আর হালকা শীতল বাতাস শহরবাসীকে করে তোলে প্রাণবন্ত। গ্রামে শুরু হয় নবান্নের প্রস্তুতি। এভাবেই শহর ও গ্রামে শরৎ আসে ভিন্ন আবহ নিয়ে।


আবেগ ও অনুপ্রেরণার ঋতু

শরৎ শুধু একটি ঋতু নয়, বরং এটি বাঙলার সংস্কৃতি ও সাহিত্যের এক অনুপ্রেরণার উৎস। কবিতা, গান আর সাহিত্যে বারবার ফিরে এসেছে শরতের নীল আকাশ, শুভ্র কাশফুল আর শিউলির সৌরভ। তাই শরৎকে বলা হয় বাঙলার প্রকৃতির নয়নাভিরাম ‘ঋতুরানী’।

সম্পাদক : অপূর্ব আহমেদ